Call us: 09648-500500 (10am-7pm)

WhatsApp Support: 01774422117 (10am-7pm)

রিসেলার/ ড্রপ-শিপার হেল্প সেন্টার!

আপনার বিজনেস গ্রো করতে আমরা আছি আপনার পাশে!

একাউন্ট এবং অর্ডার সংক্রান্ত তথ্য

আপনার যদি অলরেডি ফেইসবুক পেজ, গ্রুপ বা ইউটিউব চ্যানেল থাকে বা ফিজিক্যাল শপ থাকে এবং মার্কেটিং সম্পর্কে বেসিক আইডিয়া থাকে, সেক্ষেত্রে ড্রপ-শপে মাত্র ৩০০০ টাকা পেমেন্ট করে এবং কিছু তথ্য যেমন- আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ঠিকানা, শপ বা ফেইসবুক পেজের লিঙ্ক ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যেই আপনার রিসেলার একাউন্টটি একটিভ করে দেয়া হবে। ডিপোজিট ছাড়া একাউন্ট এপ্রুভ করা হবেনা এবং  সেটি আপনাদের সাথে সাধারণ ক্রেতাদের পার্থক্য তৈরি করার জন্যই করা হয়েছে। 

আপনার শপ সেটআপ হয়ে গেলে আপনি রিসেলার প্যানেল থেকে “আমার কাস্টমারগন” নামে একটি সেকশন পাবেন যেখান থেকে “অ্যাড” বাটনে ক্লিক করে কাস্টমারের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নতুন কাস্টমার অ্যাড হয়ে যাবে। একবার অ্যাড করে নিলে এর পরে এই তথ্য দিয়েই যতবার খুশি তার জন্য অর্ডার প্লেস করতে পারবেন। বারবার নতুন করে আর তথ্য দিতে হবেনা। 

আপনার কাস্টমারের তথ্য অ্যাড করার পরে কাস্টমার সেকশন থেকে যে কাস্টমারের জন্য অর্ডার প্লেস করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিয়ে বা লিস্ট থেকে সরাসরি “Shop as Customer” বাটনে ক্লিক করে যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেই প্রোডাক্ট পেজে কত টাকা প্রফিটে সেল করতে চান সেটি সেট করে অ্যাড টু কার্ট করে চেকাউট করুন। 

প্রতিটি অর্ডার সাবমিট করার ক্ষেত্রে ঢাকা বা ঢাকার বাইরে সারা বাংলাদেশের জন্য প্রতিটি প্রোডাক্ট এ পার্সিয়াল কত টাকা অগ্রিম নিতে হবে সেটি উল্লেখ থাকে চাইলে সেই এমাউন্ট বা বা ফুল পেমেন্ট অগ্রিম করে অর্ডার সাবমিট করতে পারবেন। পেমেন্ট ছাড়া কোন অর্ডার কনফার্ম করা হবেনা। তাই আপনিও আপনার কাস্টমার থেকে হয় পার্সিয়াল বা ফুল পেমেন্ট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এতে করে অর্ডার ক্যান্সেল প্রায় রেট অনেক কমে যাবে এবং আপনার প্রফিট মার্জিন বাড়বে। 

“ড্রপশপ প্ল্যাটফর্মে প্রতিটি নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে ৩০০০ টাকা জমা দিতে হবে এবং এর বিপরীতে প্রতিটি ড্রপ-শিপার ১২ মাসের জন্য আনলিমিটেড প্যাকেজিং এবং লজিস্টিকস সাপোর্ট পাবেন (আমাদের সার্ভিসের মধ্যে- Printing cartridge, Paper, Delivery Box, Bag, Scotch tape, Bubble Wrapping, Courier COD Charge, Product Damage risk, manpower ইত্যাদি অন্তর্ভুক্ত)। “
 
মান্থলি সেলস বা বাৎসরিক সেলস এর কোন টার্গেট ফিলাপ করার কোন কন্ডিশন থাকছে না। 

ডেলিভারি সংক্রান্ত তথ্য

ড্রপ-শিপিং মানেই হলো সব কিছুই আপনার নামে হবে অর্থাৎ ইনভয়েস আপনার ষ্টোরের নামে হবে, সেখানে আপনার মোবাইল নাম্বার দেয়া থাকবে। কাস্টমারের প্রয়োজন হলে সে যাতে আপনার সাথেই যোগাযোগ করতে পারে। আপনার প্রোডাক্ট নিয়ে কোন ইনভেস্ট লাগছে না, কুরিয়ার বা ডেলিভারি নিয়ে কোন হেসেল পোহাতে হচ্ছেনা এগুলি সব আমরাই সাপোর্ট দেবো আপনি শুধু মার্কেটিং করে অনলাইন বা অফলাইন থেকে অর্ডার নিয়ে আমাদের প্যানেলে সাবমিট করবেন বাকি সব আমরাই করে দেবো আপনার হয়ে। 

ড্রপ-শপের অর্ডার করা প্রোডাক্ট এখন শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশের গ্রাম পর্যায়েও হোম ডেলিভারি করা হচ্ছে (তবে সেন্টমার্টিন, টেকনাফের কিছু দুর্গম এলাকা এছাড়াও যেসকল গ্রামে চলাচলের জন্য রাস্তা খুবই দুর্গম সেগুলি বাদে)। 

ডেলিভারি সংক্রান্ত তথ্যের জন্য পাঠাও কুরিয়ারের হেল্প লাইন নাম্বার- 09610003030 –এ কল করেও আপনার পার্সেলের অবস্থা বা অভিযোগ করতে পারেন। 

  • ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে (৬০ টাকা)
  • সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ (১০০ টাকা)
  • সারা বাংলাদেশ (১২০ টাকা )

জি পারবেন! পাঠাও কুরিয়ারের সকল পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার পার্সেল এখন কোথায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা। ডেলিভারির আগে কাস্টমারের নাম্বারে এসএমএস এর মাধ্যমে ডেলিভারির তথ্য জানিয়ে দেয়া হয়। 

সাধারণত, অর্ডার বুকিং করার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় এবং ৪৮-৯৬ ঘণ্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, রাজনৈতিক সমাবেশ বা নির্বাচন ইটারই কারণে এর থেকেও কিছুটা সময় বেশী লাগতে পারে। 

প্রফিট এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য

জি পারবেন! আমাদের লিস্টের যেকোনো প্রোডাক্ট আপনি আপনার মত দাম সেট করে সেল করতে পারবেন। তবে সব প্রোডাক্টের ক্ষেত্রেই আমাদের সাজেস্টেড প্রাইস দেয়া থাকবে। তবে প্রোডাক্ট মার্কেট প্রাইসের থেকে খুব কমে সেল করা যাবেনা। মার্কেটিং করে প্রফিট আর্নিং করাই মুল উদ্দেশ্য কম দামে সেল করে মার্কেট নষ্ট করা নয়। 

আপনার প্যানেল এর অর্ডার লিস্ট সেকশন থেকে প্রতিটি অর্ডারের প্রফিট এমাউন্ট দেখতে পারবেন এছাড়াও ড্যাশবোর্ডে বর্তমান এবং লাস্ট ৩০ দিনের প্রফিটের এমাউন্ট দেখা যাবে। 

প্রতিটি পার্সেলের জন্য রিটার্ন চার্জ + প্যাকেজিং + প্রিন্টিং + ম্যান পাওয়ার + অন্যান্য বাবদ ৫০ টাকা + এক্সট্রা কুরিয়ার ফি (যদি প্রযোজ্য হয়) + প্রোডাক্ট ড্যামেজ হলে তার একটি অংশ সব মিলিয়ে প্রতিটি পার্সেলে ১১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ড্রপ-শিপারের একাউণ্ট থেকে কাটা হবে। তবে যদি প্রোডাক্ট ভুল বা ফল্টি হয়ে থাকে সেক্ষেত্রে কোন রিটার্ন চার্জ লাগবে না আমরা নিজেরাই সেই খরচ বহন করবো।

প্রোডাক্ট ডেলিভারি হবার পরে আপনার একাউণ্টে প্রফিটের টাকা উত্তোলনের জন্য রেডি হবে এবং মাসে ২ টি পেমেন্ট অর্থাৎ ১/২ তারিখে একটি পেমেন্ট এবং ১৫/১৬ তারিখে আরেকটি পেমেন্ট আপনার আগে থেকে সেট করা বিকাশ বা ব্যাংক একাউণ্টে ট্রান্সফার করে দেয়া হবে। মিনিমাম পে-আউট এমাউন্ট ৫০০ টাকা। 

মাসে ২ টি পেমেন্ট অর্থাৎ ১/২ তারিখে একটি পেমেন্ট এবং ১৫/১৬ তারিখে আরেকটি পেমেন্ট আপনার আগে থেকে সেট করা বিকাশ  ট্রান্সফার করে দেয়া হবে। তবে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিন বাদে। 

রিটার্ন এবং ওয়ারেন্টি সংক্রান্ত তথ্য

ফেক অর্ডার এভোয়েড করার জন্য আমরা আমাদের রিসেলারদের প্রতিটি অর্ডারের বিপরীতে অবশ্যই অন্ততপক্ষে ১০০ টাকা বা ফুল পেমেন্ট অগ্রিম নেয়ার জন্য উৎসাহিত করি। অগ্রিম পেমেন্ট করা থাকলে কাস্টমার দ্রুত অর্ডার ডেলিভারি নেবে, অর্ডার ক্যান্সেল হবেনা এবং আপনার প্রফিট আর্নিং করা সহজ হবে। 

না! পছন্দ না হলে রিটার্ন করার কোন সুযোগ নেই। কেননা আমরা যে প্রোডাক্ট প্রোডাক্ট সেল করি সবই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সব প্রোডাক্ট এর স্পেসিফিকেশন এবং ফিচার সেম তাই অর্ডার করার আগেই বিস্তারিত তথ্য জানিয়ে অর্ডার নেবেন যাতে আপনার কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে ডেলিভারির আগেই বিস্তারিত জানতে পারেন। তবে আমাদের দিক থেকে যদি ভুল প্রোডাক্ট বা ভুল কালারের প্রোডাক্ট ডেলিভারি হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বা পরেও এক্সচেঞ্জ করে দেয়া হবে। 

প্রতিটি টেকনিক্যাল বা টেক বা গ্যাজেট প্রোডাক্ট নিয়ে আপনি একজন ড্রপ-শিপার বা রিসেলার হিসাবে নিজেকে স্টাডি করতে হবে যাতে যেকোনো ইস্যুতে আপনি নিজেই কাস্টমারকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারেন। প্রোডাক্ট এর ডেসক্রিপশন এবং রিভিউ নিয়ে নিজে নিজে স্টাডি করে নেবেন- যার প্রোডাক্ট নলেজ যত বেশী তার জন্য তত সহজে এবং দ্রুত কাস্টমারদের সাপোর্ট দেয়া সম্ভব। 

আমাদের ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টির তথ্য দেয়া থাকবে। ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে এবং তা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। কোন প্রোডাক্ট এর আফটার সেলস সাপোর্ট পেতে আমাদের শপ বা ডিসপ্লে সেন্টারে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন বা ঢাকার ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারেন। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার আপ-ডাউন ফি কাস্টমারকে দিতে হবে। তবে ছোট ছোট ইস্যু যেমন কিভাবে চালাতে হয় বা কনফিগার কিভাবে করতে হয় এই ধরনের ইস্যুর জন্য প্রোডাক্ট আমাদের কাছে না পাঠিয়ে ওভার ফোনে সাপোর্ট নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আমাদের কাছে কুরিয়ার করার ঠিকানাঃ
DropShop, 2nd Floor, Lift-2, House# 307, Elephant Road (Pubali Bank Building), Dhaka-1205
Contact person: Mr. Sajal
Mobile Number: 01329-669775 (অবশ্যই এই মোবাইল নাম্বার দেবেন ভুলেও হেল্প লাইন নাম্বার দেবেন না)

ড্রপ-শপ থেকে রিসেলিং বা ড্রপ-শিপিং বিজনেস করতে যে বিষয়গুলি ইম্পরট্যান্টঃ

সারা বাংলাদেশে হোম ডেলিভারি!

দ্রুত ডেলিভারি & অনলাইন ট্র্যাকিং!

১০০% অরিজিনাল প্রোডাক্ট!

রেডি স্টকে হিউজ কালেকশন!

প্রতিটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি!

মিনিমাম ৭ দিন থেকে ২ বছর পর্যন্ত!!

100% Secure Checkout

বিকাশ/ নগদ/ ক্যাশ অন ডেলিভারি!

Cart
DropShop We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications