Call for Support: 09648500500

DropShop Office Pickup Procedure for all Branches

ড্রপ শপের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে Free of Cost (কোন ডেলিভারি চার্জ ছাড়া) আমাদের সকল ব্রাঞ্চ থেকে অফিস পিকাপ করা যায়। তবে এক্ষেত্রে কিছু প্রসিডিওর ফলো করতে হয় যা এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমানে আমাদের 4 টি ব্রাঞ্চ রয়েছে যার বিস্তারিত ঠিকানা এবং ব্রাঞ্চের মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য এবং ব্রাঞ্চের গুগল ম্যাপ এই পোস্টেই দেয়া আছে।

DropShop Office Pickup

 


স্টেপ ০১- Become a Registered Member of DropShop:

ড্রপ শপের প্রোডাক্ট ড্রপ-শপের প্রাইসে অর্ডার করা এবং পিকাপ করার জন্য অবশ্যই আপনাকে আমাদের ড্রপ-শপের রেজিস্টার্ড মেম্বার হতে হবে। আপনি যদি রেজিস্টার্ড মেম্বার না হয়ে থাকেন তাহলে আপনি এই সুবিধা পাবেন না। সুপার স্পেশাল প্রাইসে প্রোডাক্ট নিয়ে প্রফিটেবল অনলাইন বিজনেস শুরু করতে ইন্টারেস্টেড থাকলে এবং আপনি এখনো আমাদের ড্রপ শপে রেজিস্ট্রেশন না করে থাকলে এখনি রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন- Register as Drop Shipper.

রেজিস্ট্রেশন ছাড়া আমাদের ওয়েবসাইটের কোন প্রোডাক্টের প্রাইস দেখা যায় না এবং ড্রপ শিপারদের জন্য প্রাইস খুচরা দামের থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি একটি প্রিভিলাইজ যা শুধুমাত্র রেজিস্টার্ড ড্রপ শিপারদের জন্য প্রযোজ্য।

 


স্টেপ ০২- Place your order online and pay the full amount on DropShop:

অফিস পিকাপ করার জন্য সরাসরি ব্রাঞ্চে চলে গেলেই হবে না, অবশ্যই আপনাকে অনলাইনে অর্ডার প্লেস করতে হবে এবং অর্ডার প্লেস করার সময় যে ব্রাঞ্চ থেকে পিকাপ করতে চান সেই ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আর অবশ্যই সেই অর্ডারের ফুল এমাউন্ট আগেই পেমেন্ট করে দিতে হবে। ড্রপ শপের প্রোডাক্ট অফিস পিকাপ করার ক্ষেত্রে ১০০ টাকা বা পার্শিয়াল পেমেন্ট গ্রহণযোগ্য হবে না। তাই ব্রাঞ্চে গিয়ে কুইক সার্ভিস পেতে অবশ্যই ফুল পেমেন্ট করে অর্ডার সাবমিট করবেন এবং ব্রাঞ্চে গিয়ে অবশ্যই সেই অর্ডার নাম্বার বলবেন। আমাদের প্রতিনিধি প্রয়োজনে আপনার নাম্বারে কল করে ভেরিফিকেশন করবেন তাই অবশ্যই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আরও ভালো হয় যদি অর্ডার সাবমিট করার আগেই ব্রাঞ্চে যোগাযোগ করে স্টক আছে কিনা জেনে কনফার্ম হয়ে এর পর অর্ডার সাবমিট করেন।

 


স্টেপ ০৩- Contact with the branch for stock confirmation:

অর্ডার প্লেস করে সাথে সাথেই ব্রাঞ্চে চলে আসবেন না, আসার আগে অবশ্যই যে ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে চাচ্ছেন সেই ব্রাঞ্চে যোগাযোগ করবেন (সেন্ট্রাল হেল্প লাইনে না ব্রাঞ্চের নাম্বারে যোগাযোগ করবেন) এবং সেই ব্রাঞ্চে আপনি যে প্রোডাক্ট বা প্রোডাক্টগুলির অর্ডার সাবমিট করেছেন সেই প্রোডাক্ট পর্যাপ্ত কোয়ানটিটি রেডি স্টক আছে কিনা সেটি কনফার্ম হয়ে এর পর ব্রাঞ্চ ভিজিট করবেন। এক্ষেত্রে ব্রাঞ্চে কথা বলার সময় কি প্রোডাক্ট, কত পিস, কি কালার বা সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা বিস্তারিত তথ্য শেয়ার করে কনফার্ম হয়ে নেবেন নিজ দায়িত্বে। স্টক আগে থেকে কনফার্ম না করে সরাসরি গেলে স্টক রেডি নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে খালি হাতে ফিরে আসতে হতে পারে তাই আগেই স্টক কনফার্ম হয়ে যাবেন। যদি ব্রাঞ্চ থেকে জানানো হয় যে প্রোডাক্ট রেডি স্টক নেই তাহলে তাদের কাছে জেনে নেবেন সেই ব্রাঞ্চে ঐ প্রোডাক্ট কবে নাগাদ আসতে পারে সেই হিসাবে আপনার কাস্টমারের সাথে কমুনিকেট করবেন।

 


স্টেপ ০৪- Take your products with verification procedure: 

ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট পিকাপ করার সময় ব্রাঞ্চ থেকেই আপনাকে ইনভয়েস এর প্রিন্ট কপি দিয়ে দেবে এবং আগে থেকেই যেহেতু ফুল পেইড করা থাকবে তাই আশা করছি আপনারা দ্রুত প্রোডাক্ট পেয়ে যাবেন। প্রোডাক্ট পিকাপের সময় ইনভয়েস এর ২ কপি প্রিন্ট করা হয় যার এক কপি আপনাকে দিয়ে দেয়া হবে এবং আরেক কপিতে আপনার নাম, সিগনেচার এবং মোবাইল নাম্বার রেখে দেয়া হবে প্রমাণ হিসাবে যে আপনি প্রোডাক্ট রিসিভ করেছেন বা আপনার পক্ষ হয়ে অন্য কেও প্রোডাক্ট রিসিভ করে থাকলে তার জন্য ভেরিফিকেশন প্রসেস ব্রাঞ্চ থেকেই জানানো হবে।

 


স্টেপ ০৫- Details about the Price and Profit amount:

নিজেই নিজের অর্ডার ডেলিভারি নেয়াকে আমরা উৎসাহিত করি এক্ষেত্রে নিজের মোবাইল নাম্বার দিয়ে একটি কাস্টমার ক্রিয়েট করে অর্ডার সাবমিট করবেন এবং ব্রাঞ্চে মোবাইল নাম্বারটি অবশ্যই সাথে নিয়ে যাবেন। মোবাইল সাথে না থাকলে ভেরিফিকেশন না করা গেলে ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট আপনাকে দেবে না।

অনেকেই মনে করেন ব্রাঞ্চ থেকে সরাসরি ড্রপ-শিপারের প্রাইসে ক্যাশ পেমেন্ট করে কেনা যাবে কিনা- সেটি করা যাবে না। অবশ্যই অনলাইনে অর্ডার সাবমিট করে উপড়ের প্রসেস ফলো করে অর্ডার পিকাপ করতে হবে এবং এই প্রসেস প্রতিবার ফলো করতে হবে প্রত্যেকটি অর্ডারের ক্ষেত্রে। তাই আমরা সাজেস্ট করি মাল্টিপল অর্ডার থাকলে সিঙ্গেল একটি অর্ডার করার জন্য এতে আপানর অনেক সময় এবং হ্যাসেল কমে যাবে।

প্রোডাক্ট রিসিভ করার পর আপনার প্রফিটের টাকা আপনার একাউন্টে জমা হয়ে যাবে। প্রফিটের টাকা ক্যাশে কম দেয়ার বা সাথে সাথে এডজাস্ট করার কোন সুযোগ নেই।

 


অনেকেই বলেন ড্রপ-শিপার হিসাবে আপনি না গিয়ে সরাসরি কাস্টমার গিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবে কিনা? 

এক্ষেত্রে আমরা এটি করতে মানা করি এর প্রধান কারণ আপনার কাস্টমারকে বিডিশপ না চিনিয়ে নিজের পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। না হলে এবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিলেও পরে হয়ত আর আপনার কাছ থেকে না নিয়ে সরাসরি বিডিশপ থেকে নেয়াকেই কাস্টমার প্রিফার করবে। তাই আমরা সাজেস্ট করি আপনি নিজে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে আপনার কাস্টমারের সাথে আপনি নিজে ডিল করুন। এতে করে আপনার লয়্যাল কাস্টমার বেজ তৈরি হবে।

কিন্তু যদি আপনার মনে হয় কাস্টমার নিজে সরাসরি আমাদের ব্রাঞ্চ থেকে কালেক্ট করলেও আপনার কোন প্রবলেম নেই বা আপনি হয়ত রাজশাহী আছেন আর কাস্টমার হয় চট্টগ্রামে সেক্ষেত্রে আপনি চাইলেও নিজে গিয়ে ডিল করা সম্ভব হয়ত হবেনা এমন ক্ষেত্রে আপনারা কাস্টমারের নামে এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার সাবমিট করে যে ব্রাঞ্চ থেকে নিতে চান সেই ব্রাঞ্চ সিলেক্ট করে এবং অবশ্যই ফুল পেমেন্ট নিয়ে (এক্ষেত্রে কাস্টমারের কাছ থেকেও ফুল পেমেন্ট আগে নিতে হবে, কাস্টমার ফুল পেমেন্ট না করতে চাইলে আংশিক পেমেন্ট করেও নিতে পারবেন তবে নিজের অর্ডার ডেলিভারি নেয়ার ক্ষেত্রে অবশ্যই ফুল পেমেন্ট করে আসবেন) অনলাইনে অর্ডার সাবমিট করে উপড়ের প্রসিডিউর ফলো করে প্রোডাক্ট পিকাপ করতে পারবেন।

 


আমাদের সকল ব্রাঞ্চের ঠিকানা এবং কন্টাক্ট নাম্বার নিচে দেয়া হলো (নাম্বার গুলি আপনারা আপনাদের মোবাইলে সেভ করে নিতে পারেন)-

BDSHOP Dhaka Branch Address:

G3, Ground Floor, House Number- 307 (Pubali Bank Building), Elephant Road (Near Bata Signal), Dhaka 1205
সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ করতে Call/WhatsApp: 01713139440

সাপ্তাহিক বন্ধঃ মঙ্গলবার (Weekly Off Day)


BDSHOP Sylhet Branch Address:

Shop# 13, 1st Floor, City Heart Shopping Center, Bondor Bazaar, Sylhet 3100
সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ করতে Call/WhatsApp: 01713139441

সাপ্তাহিক বন্ধঃ রবিবার (Weekly Off Day)


BDSHOP Chattogram Branch Address:

Shop# 1-2, 2nd Floor, Central Shopping Complex, GEC Circle, 562 O.R. Nizam Rd, Chattogram 4000.
সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ করতে Call/WhatsApp: 01713139442

সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার (Weekly Off Day)

 


For more discussion and learning about Drop Shipping in Bangladesh, Please join our Official Facebook Group.


This article will help with the following questions answer-

  • Where is the pickup point of Drop Shop?
  • How to do DropShop Office Pickup?
  • Where are DropShop Branches?
  • How many branches does DropShop have in Bangladesh?
  • What is the procedure for Office Pickup of drop shop orders?
  • How to get direct products from DropShop Office?
  • Can I visit and buy directly at DropShop Price at DropShop Branches?
  • Where is the DropShop Branch in Dhaka?
  • Where is the Drop Shop Branch in Sylhet?
  • Where is the Drop Shop Branch in Chattogram?
  • Drop Shop Pickup points
  • DropShop Office Pickup Timing
  • DropShop Office Pickup weekly holidays
  • DropShop Office Pickup off day